আমীর খসরুর সঙ্গে ‘ফোনালাপ’, নাওমি ‘আটক’

কুমিল্লায় মিলহানুর রহমান নাওমিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 11:42 AM
Updated : 6 August 2018, 01:47 PM

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘মানুষজনকে নামতে’ বলার ভাইরাল হওয়া ওই অডিওর একপ্রান্তে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠ এবং অপর প্রান্তের নাওমি নামে এক ব্যক্তি রয়েছে বলে আলোচনা।

নাওমি কুমিল্লা নগরীর ওনাইসর এলাকা বাসিন্দা ও কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজের ছেলে।

লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা করে এসেছেন নাওমি।

সিদ্দিকুর রহমান বলেন, শনিবার রাত আড়াইটার দিকে বরুড়া উপজেলার দেওড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নাওমিকে ধরে নিয়ে গেছে।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধা।

নাওমিকে আটকের বিষয়ে কিছু জানা নাই বলে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনও জানিয়েছেন ।

ভাইরাল হওয়া অডিওতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘মানুষজনকে নামতে’ বলা হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের দাবি করার মধ্যে এই অডিওটি আসে ফেইসবুকে।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এই অডিওটি শেয়ার করে বলেন, এটা ‘বিএনপির শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা নেয়ার অপচেষ্টার দ্ব্যর্থহীন প্রমাণ’।

অডিওটিতে কুমিল্লা থেকে ‘নওমি’ নামের একজনের সঙ্গে ‘আমীর খসরু’র কথোপকথন শোনা যায়। তবে অডিওকে বানোয়াট বলে দাবি করেন আমীর খসরু।