তিন মাসের মধ্যে নোয়াখালী বিমানবন্দরের ভিত্তি প্রস্তর: মন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে নোয়াখালী বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল জানিয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 03:38 PM
Updated : 23 July 2018, 09:23 AM

রোববার বিকালে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লাকিয়ায় নির্মিত রানওয়ে পরিদর্শন শেষে এক জনসভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে নোয়াখালী বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এ এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে জানান তিনি।

শুল্লাকিয়া গ্রামের ১৬ একর ভূমির উপর ১৯৯৩ সালে এক রানওয়ে নির্মিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম, লক্ষ্মীপুর আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।