যশোর বোর্ড আরও পেছাল

২০১৬ সালে ৮৩ দশমিক ৪২ শতাংশ নিয়ে দেশসেরা হলেও এরপর থেকে পড়তির দিকে যশোর বোর্ডের পাসের হার।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 06:09 PM
Updated : 19 July 2018, 06:10 PM

বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। গত বছর এই হার ছিল ৭০ দশমিক ০২ ভাগ।

অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের চেয়ে আরও পিছিয়েছে যশোর বোর্ড। দুই বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৩ শতাংশ পয়েন্ট।

বৃহস্পতিবার যশোরসহ আটটি সাধারণ শিক্ষা বোরর্ডের এইচএসসির ফলাফল এক যোগে প্রকাশিত হয়েছে। এবার সার্বিক পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ, যা গত বারের চেয়ে ২ শতাংশ পয়েন্ট কম।

২০১৫ সালে যশোরে পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৫ শতাংশ। পরের বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ‌্যে ৮৩ দশমিক ৪২ শতাংশ হার নিয়ে সবচেয়ে এগিয়ে যায় যশোর।

আগের বছরের ফল বিপর্যয় কাটিয়ে উচ্চ মাধ্যমিকে যশোর শিক্ষা বোর্ডে ২০১৬ সালে পাসের হার এক লাফে বেড়ে যায় ৩৬ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট।

এরপর থেকে পাসের হারে অবনতি হতে থাকে এই বোর্ডের। 

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও কমে এসেছে যশোর বোর্ডের।  

বছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৮৯ জন; যা গত বছর ছিল ২ হাজার ৪৪৭।

২০১৬ সালে ‘দেশসেরা’ হওয়ার বছরে এই সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬।

সর্বশেষ ৩ বছরের ফল

সাল

২০১৮

২০১৭

২০১৬

পাশের হার (%)

৬০.৪০%

৭০.০২%

৮৩.৪২%

জিপিএ-৫ (জন)

হাজার ৮৯

২ হাজার  ৪৪৭

৪ হাজার ৫৮৬

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের বলেছেন, ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ায় তা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।

যশোর বোর্ডে এ বছর এক লাখ নয় হাজার ৬৯২ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ২৫৮ জন।

এবার যশোর বোর্ডে শতভাগ উত্তীর্ণ হয়েছে ছয়টি কলেজ, আর শতভাগ অকৃতকার্য হয়েছে চারটি কলেজ।

শতভাগ অকৃতকার্য হওয়া কলেজ চারটি হলো-কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, খুলনার হাড্ডা পাবলিক কলেজ ও ঝিনাইদহের প্রগতি মডেল কলেজ।

দেশসেরা হওয়ার বছরে মন্ত্রণালয় ও অভিভাবকদের ‘চাপ’ ছাড়াও  ফেল করার মতো প্রশ্ননা হওয়াকে ভালো ফলাফলের কারণ হিসেবে দেখিয়েছিলেন শিক্ষা বোর্ডটির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

গত বছর এইচএসসির ফলে পড়তি দেখা গেলে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে আসাকে কারণ হিসেবে দেখান তিনি।

এবারের ফলে অবনতি নিয়ে বিশেষ মন্তব্য পাওয়া না গেলেও চারটি অকৃতাকার্য কলেজ নিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, কেন এ চারটি কলেজ খারাপ ফলাফল করলো তা খতিয়ে দেখবেন তারা।

আরও খবর