রাজশাহী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ৫ জন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী হন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 04:16 PM
Updated : 9 July 2018, 04:18 PM

সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কার্যালয়।

মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী আগামী ৩০ জুলাই ভোট গ্রহণ করা হবে।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে একই দিন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, ছয়জন মেয়রসহ ২২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মেয়র পদে একজন ও সাধারণ কাউন্সিলর পদে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত শুক্রবার (৬ জুলাই) জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ওয়াশিউর রহমান দোলন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সাধারণ কাউন্সিলরদের মধ্যে রোববার দুইজন এবং শেষ দিন সোমবার ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নির্বাচন কর্মকর্তা আতিয়ার জানান।

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সফিকুল ইসলাম ও স্বতন্ত্র মুরাদ মোর্শেদ।

রাজশাহী সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৩০টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১০টি। মোট ভোট কেন্দ্র ১৩৮টি। ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ভোটার এক লাখ ৬২ হাজার ৫৩ জন।