মনপুরায় অপহৃত জেলে উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে ধরে নিয়ে যাওয়া এক জেলেকে একদিন পর ছেড়ে দিয়েছে জলদস্যুরা।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 05:42 PM
Updated : 4 July 2018, 05:42 PM

মো. নয়নকে মঙ্গলবার ধরে নিয়ে যায় তারা। বুধবার বিকারে তাকে ছেড়ে দেয়।  

নয়নকে মুক্তির জন্য কোনো পণ লাগেনি বলে পুলিশ জানিয়েছে।

মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, মঙ্গলবার দুপুর ২টায় হাতিয়ার জলদস্যু বাহিনী বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জেলে ট্রলারে হামলা চালায়। হামলায় মাঝিসহ চারজন আহত হয়।

“জলদস্যুরা নয়নকে অপহরণ করে হাতিয়ার বেঢীর চর গভীর বনে নিয়ে যায়। অপহৃত জেলের পরিবারের কাছে একলাখ টাকা মুক্তিপন দাবি করে তারা।”

তবে ছাড়া পাওয়ার জন্য মুক্তিপণ দেওয়া হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে মনপুরার মৎস আড়তদার টিটু ভুইয়া বলেন, “অপহৃত জেলেকে ছাড়িয়ে আনা হয়েছে। জেলেরা যাতে মেঘনায় মাছ ধরতে পারে তার জন্য যা করার তাই করা হয়েছে।”

ওসি ফোরকান আরও বলেন, অভিযানের খবর পেয়ে জলদস্যুরা অপহৃত জেলেকে হাতিয়ার বেঢীর চর রেখ যায়। পরে ট্রলার পাঠিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসা হয়।