শার্শায় গরুর খাটালে পাওয়া জেব্রার ছয়টি গেল ডুলাহাজরায়

প্রায় দেড় মাস আগে যশোরের শার্শায় এক গরুর খাটাল থেকে উদ্ধার নয়টি জ্রেবার মধ্যে ছয়টি কক্সবাজারের ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 10:56 AM
Updated : 23 June 2018, 10:56 AM

উদ্ধারের পর গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয় জেব্রাগুলোকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সেখান থেকে ছয়টি জেব্রা ডুলাহাজারায় পাঠানো হয়।

তিনি বলেন, গত ৮ মে শার্শা উপজেলার সাতমাইল এলাকায় একটি গরুর খাটাল থেকে নয়টি জেব্রা উদ্ধার করে পুলিশ। পরে সেখানে একটি জেব্রা মারা গেলে আটটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়।

“ডুলাহাজরা শেখ মুজিব সাফারি পার্কে কোনো জেব্রা না থাকায় প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরীর নির্দেশে উদ্ধার হওয়া জেব্রা থেকে তিনটি মাদী ও তিনটি পুরুষ সেখানকার সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়।”

বাকি দুটি জেব্রা গাজীপুর সাফারি পার্কের মূল বেষ্টনিতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডুলাহাজরা সাফারি পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জেব্রাগুলোকে প্রায় একশ একর জায়গার উপর নির্মিত বেষ্টনির মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা পুরোই সুস্থ আছে।

প্রথম বারের মতো পার্কটিতে জেব্রা আসায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন তিনি।