ফেনীতে জামায়াত নেতা আটক

গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 11:34 AM
Updated : 22 June 2018, 11:34 AM

ছাগলনাইয়া থানার ওসি এম এম মুর্শেদ বলেন, “ছাগলনাইয়া একাডেমি স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছিলেন বলে খবর আসে বৃহস্পতিবার সন্ধ্যায়।

“পুলিশ তখনই অভিযান চালিয়ে ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মুজিবুর রহমানকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে স্কুলমাঠ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।”

তবে বৈঠকের কথা অস্বীকার করেছেন ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির পেয়ার আহাম্মদ মজুমদার।

তিনি বলেন, “স্কুলে মসজিদ নির্মাণের জন্য একজন প্রকৌশলীকে নিয়ে মুজিবুর রহমান স্কুলে আসা মাত্রই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। মুজিবুর ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য।”

আটক জামায়াত নেতার বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মুর্শেদ।