যশোরে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

যশোরের অভয়নগর উপজেলায় দুই দল মাদক বিক্রেতার বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 06:37 AM
Updated : 18 June 2018, 06:45 AM

অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া বলেন, সোমবার ভোরে উপজেলার চেঙ্গুটিয়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে।

তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

ওসি গনি মিয়া বলেন, “নওয়াপাড়া পৌর এলাকার শেষ প্রান্ত চেঙ্গুটিয়ায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মাদক বিক্রেতারা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।”

এছাড়া সেখান থেকে একটি পাইপগান, দুটি গুলি ও ১২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

পরে এলাকাবাসী লাশ শনাক্ত করে জানিয়ে ওসি গনি বলেন, “নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চলমান মাদকবিরোধী অভিযানের শুরুতে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছিল।

তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলার পর এখন ‘মাদক বিক্রেতাদের নিজেদের গোলাগুলিতে’ নিহতের কথাই বেশির ভাগ ক্ষেত্রে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।