পাবনার বেড়া উপজেলায় ইফতারের দাওয়াতে খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ হয়েছেন।
Published : 14 Jun 2018, 01:56 PM
বুধবার বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে বলে বেড়া থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।
অসুস্থদের বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম মিলন মাহমুদ রোগীদের বরাতে বলেন, বুধবার বিকালে বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনের ইফতার মাহফিলে খাবার খাওয়ার ৩/৪ ঘণ্টা পর প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে। বমির পাশাপাশি তাদের ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়।
“খাবারগুলো হয়তো অনেক আগের তৈরি করায় গরমে নষ্ট হয়ে গিয়েছিল। ফলে খাবারে ‘বিষক্রিয়ায়’ তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, বুধবার রাত ১২টার টার পর থেকে হাসপাতালে রোগী আসতে শুরু করে।
“প্রায় ৩৫ জনকে ভর্তি করার পর আর জায়গা না থাকায় এবং স্যালাইনসহ অন্যন্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেওয়ায় বাকিদের অন্য হাসপাতালে ভর্তি হতে বলা হয়।”
এ বিষয়ে জানতে চাইলে মেয়র আব্দুল বাতেন বলেন, “যারা ‘বিষক্রিয়ায়’ আক্রান্ত হয়েছে তারা কেউ আমার ইফতার মাহফিলে ছিল না।”