শেরপুরে  ভাষা সৈনিক আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী পালিত

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসৈনিক আব্দুর রশীদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 02:20 PM
Updated : 5 June 2018, 02:27 PM

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে  নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শেরপুর শহরের গৃদানারায়ণপুরের বাসভবনে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল। মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়াও করা হয়।

চাপাতলী পৌর কবরাস্থানে কবর জিয়ারত করেন স্বজনরা। সন্ধ্যায় তার বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আব্দুর রশীদ। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লায় এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ৮৪ বছর বয়সে ২০১৪ সালের ৫ জুন গৃদানারায়নপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।