গাছে বাসের ধাক্কা, নিহত ৩

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাছেরে সঙ্গে ধাক্কার পর বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 11:24 AM
Updated : 15 May 2018, 01:34 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম তরা ক্রসবিজ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইয়ামিন উদ-দৌলা জানান।

নিহতদের মধ্যে মিজানুর রহমান (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুশন্ডা গ্রামে।

এ দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সার্জেন্ট ইয়ামিন বলেন, পাটুরিয়াগামী সাউদিয়া পরিবহনের বাসের চালক নিয়ন্ত্র হারালে তরা ক্রসব্রিজ এলাকায় তা সড়কের পাশে গাছে ধাক্কা খেয়ে মহাসড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহত ১০ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়।