সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যের ৫ বছরের কারাদণ্ড

বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 09:38 AM
Updated : 13 May 2018, 09:38 AM

রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গার বাদুল্লপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), একই উপজেলার পরানবাড়ীয়া গ্রামের সুমন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাগঞ্জ গ্রামের শাহারুল ইসলাম সর্দার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (২১)।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রহমান জানান, ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছিমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদি বইসহ চার নারী জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক রওশন আলী বাদী হয়ে দুইটি মামলা করেন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আবু সাঈদ।