গাজীপুরে জাল টাকাসহ দুই বিদেশি গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জাল টাকা ও ছাপানোর সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ; যাদের মধ্যে দুইজন বিদেশি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 02:21 PM
Updated : 7 May 2018, 02:22 PM

উপজেলার তরগাও ইউনিয়নের মিয়ার বাজার এলাকা থেকে সোমবার তাদের আটক করা হয় বলে কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।

আটকরা হলেন কঙ্গোর নাগরিক আলপন্স কেডি (৫৬) ও ফাইসাতু সুলতানা (৫০), কাপাসিয়া উপজেলার মৈশন উত্তর পাড়া গ্রামের সোলাইমানের ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সোহান হোসেন (২৭)।

তল্লাশি করে দুই বিদেশির বাংলাদেশে অবস্থান করার কোনো বৈধ কাগজপত্র বা তাদের পাসপোর্ট পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ সময় তাদের কাছ থেকে ১০২টি এক হাজার টাকার জাল নোট, প্রায় বিশ লাখ জাল টাকা তৈরির পেপার ও জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

ওসি বলেন, গোপন খবরে মিয়ার বাজার এলাকায় সোলাইমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা লেনদেনের সময় বাড়ির মালিকের দুই ছেলে ও দুই বিদেশিকে আটক করা হয়।