ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ইতালির মিলান শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

আসাদুজ্জামান সুমন কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 02:37 PM
Updated : 28 April 2018, 02:37 PM

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের সদস্যরা জানান।  

নিহত সামসুল হক স্বপন (৩৩) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামের আব্দুল সালাম বেপারীর ছেলে।  ইতালির মিলানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি।

নিহতের ছোট ভাই ফাহাদ বলেন, শুক্রবার ইতালীর সময় ভোরে সামসুল হক এবং তার আরও দুই বন্ধু কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। এ সময় তাদের কাছে মাসিক বেতনের টাকা ছিল। 

“ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারীরা তিনজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সামসুল হক স্বপন মারা যান। আহত অন্য দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ফাহাদ।

ফাহাদ জানান, বাংলাদেশের সময় শুক্রবার রাত ৩টার দিকে ইতালি থেকে রাসেল ও আলমগীর নামে ভাইয়ের দুই বন্ধু তার মাকে মোবাইল ফোনে মৃত্যু সংবাদ জানান। 

রাসেল ও আলমগীরের বাড়ি পার্শ্ববর্তী জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠরী গ্রামে। তারা ইতালিতে একই শহরে থাকেন বলে ফাহাদ জানান।

ফাহাদ জানান, এক বছর আগে দেশে এসে সামসুর পাশের গ্রামে বিয়ে করেছেন। তিন মাস আগেও তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

লাশ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হবে বলে জানান ফাহাদ।