নড়াইলে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে নড়াইলের ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 03:36 PM
Updated : 24 April 2018, 03:37 PM

পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগিস্ট সমিতি নড়াইল জেলা সভাপতি মো. খশবু।

তিনি জানান, দোষী শিপন সিকদারকে পুলিশ আটক করেছে এবং আগামীতে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য নড়াইল সদর থানার ওসি দায়িত্ব নিয়েছেন।

“তাই রাত ৯টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য জনতা ক্লিনিকের মালিক শিপন সিকদারকে পুলিশ আটক করেছে।

“আমাদের আশ্বাসে ওষুধ ব্যবসায়ীরা ধমর্ঘট প্রত্যাহার করে নিয়েছেন।”

নড়াইলে এক ফার্মেসিতে হামলা ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন নড়াইলের ওষুধ ব্যবসায়ীরা।