চৌদ্দগ্রামের মামলায় খালেদার জামিন আবেদন ফের নাকচ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবার নাকচ হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:09 PM
Updated : 16 April 2018, 01:10 PM

সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইয়ুমুল হক রিংকু জানান, দুপুরে কুমিল্লা বারের শতাধিক আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে খালেদা জিয়ার জামিন আবেদন করেন।

“শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেছে।”

আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত মঙ্গলবারও (১০ এপ্রিল) এ মামলায় খালেদার জামিন আবেদন নাকচ চয়েছিল।

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনায়

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে বিএনপির ডাকে টানা হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা হামলা হলে দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার পরদিন মামলা করেন। তদন্ত শেষে বিস্ফোরক আইনে ও হত্যার অভিযোগে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। দুই মামলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর দুইমাসের বেশি সময় ধরে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গত ৮ এপ্রিল কুমিল্লার আদালত চৌদ্দগ্রাম থানার মামলায়ও খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।