ইয়াবা পাচার মামলায় দুই রোহিঙ্গার ১০ বছরের দণ্ড

ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 10:31 AM
Updated : 10 April 2018, 10:31 AM

মঙ্গলবার দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে এপিপি জিয়া উদ্দিন আহমদ জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সুলতানের ছেলে মো. আমান উল্লাহ এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ ইউছুফ।

কারাদণ্ডের পাশাপাশি তাদের তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।

এপিপি বলেন, ২০১৫ সালের ১৩ অগাস্ট টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক হয় মিয়ানমারের ওই দুই নাগরিক। পরে বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে।