গোপালগঞ্জে বাস উল্টে নিহত ২

গোপালগঞ্জের সদর উপজেলায় বাস উল্টে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 06:28 AM
Updated : 8 April 2018, 07:10 AM

রোববার সকাল ৯টার দিকে উপজেলার গোপানাথপুরের ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের অনিচ মোল্লার ছেলে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের ছাত্র অশিকুর রহমান রেজা (১৭) এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রুকু মোল্লা (৬২)।

আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুল বলেন, কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

“এতে ঘটনাস্থলেই বাসযাত্রী রেজার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর রুকুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, রেজার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের চন্দ্রদীঘলিয়ায় এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ করে।

অবরোধের কারণে গোপানাথপুর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানান তিনি।