নেত্রকোণায় জাল ভোট দিতে গিয়ে আটক ২

নেত্রকোণার তেঁতুলিয়া  ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই জনকে আটক করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 07:05 AM
Updated : 29 March 2018, 07:08 AM

রিটার্নিং কর্মকর্তা মোহনগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান বলেন, ভোট চলার সময় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তবে তিনি তাদের নাম-পরিচয় বলতে পারেননি।

গত ১৩ জানুয়ারি রফিকুল ইসলাম মুরাদ মারা গেলে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদের স্ত্রী সামিনা সুলতানা আর আওয়ামী লীগের আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউনিয়নটিতে পুরুষ ভোটার ছয় হাজার ৯৯৭, আর নারী ভোটার ছয় হাজার ৭৯৭ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সাইদুজ্জামান।