নবাবগঞ্জে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির বিরোধে সালিশ বৈঠক চলার সময় চাচাত ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 05:44 AM
Updated : 24 March 2018, 05:44 AM

নবাবগঞ্জ থানার এসআই মো. মহিরউদ্দিন জানান, শুক্রবার বিকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের উত্তর কিরিঞ্জি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বাবুল মণ্ডল (৪৫) উপজেলার দক্ষিণ বালুখণ্ড গ্রামের লাল মিয়ার ছেলে।

এসআই মহিরউদ্দিন স্বজনদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাচাত ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ ছিল। বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক চলার একপর্যায়ে দুই পক্ষের কথাকাটাকাটি হয়।

“চাচাত ভাইয়েরা হঠাৎ বাবুলকে মারধার করে। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।

লাশ ময়নাতদেন্তর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।