বাড়ির আঙিনায় চির ঘুমে কাকন বিবি

সুনামগঞ্জের জিরাগাঁও গ্রামে নিজের বাড়ির আঙিনায় সমাহিত করা হয়েছে মুক্তিযোদ্ধা নূরজাহান কাকন বিবিকে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 11:57 AM
Updated : 22 March 2018, 12:27 PM

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১১টায় শতবর্ষী কাকন বিবির মৃত্যু হয়।

বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়ি আনার পর এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান। জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও পুলিশ সুপার বরকত উল্লাহ খানের উপস্থিতিতে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান।

পরে বিকাল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে জানাজা শেষে বাড়ির আঙিনায় দাফন করা হয়।

কাকন বিবির একমাত্র মেয়ে সখিনা বলেন, তার মায়ের শেষ ইচ্ছা পূরণ হয়নি।

“মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু বিছানায় থেকেই চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। আমার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।”

দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশ নেন।

সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান বলেন, “বীর প্রতীক খেতাবে ঘোষিত হলেও গেজেট আকারে প্রকাশ হয়নি কাকন বিবির নাম। মৃত্যুর আগেও যদি গেজেট প্রকাশ হত তাহলে অনেক খুশি হতেন তিনি।”

বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “স্বাধীনতার মাসে আমরা একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। তার খেতাবটি গেজেট আকারে প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।”