নেত্রকোণায় নবজাতক উদ্ধার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 11:38 AM
Updated : 1 March 2018, 11:38 AM

কেন্দুয়া থানার পরিদর্শর্ক মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার বানিয়াগাতি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মীনা আক্তার সাজিউড়া-ছনভিটা সড়কের পাশ থেকে তাকে উদ্ধার বাড়ি নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

নবজাতক সুস্থ রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আশরাফুজ্জামান জানিয়েছেন।

মীনা আক্তার বলেন, “ফজরের নামাজের জন্য বাড়ি সংলগ্ন রাস্তার পাশে টিউবওয়েলে অজু করতে গিয়ে শিশুর কান্না শুনতে পাই।

“একটু এগিয়ে দেখি নবজাতক ছেলেশিশুটি মাটিতে পড়ে আছে। কান্নাকাটি করছে। তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি নাভি কেটে দেন।”

পরে তার পরিবারের লোকজন পুরিশে খবর দেয়।

মীনা আক্তার  নবজাতককে লালন-পালনের ইচ্ছার কথা জানিয়েছেন।

“নবজাতককে যেহেতু আমি কুড়িয়ে পেয়েছি, তাই আমিই তাকে লালন-পালন করতে চাই।”

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক সিরাজুল ইসলাম।