আসামির হাঁসুয়ার আঘাতে ৩ পুলিশ আহত

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযানে গিয়ে কয়েকটি মামলার এক আসামির হাঁসুয়ার আঘাতে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 03:21 AM
Updated : 18 Feb 2018, 03:56 AM

জীবননগর থানার ওসি মাহমুদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অভিযানে আটক হয়েছেন লিটন হোসেন নামে নামে ওই আসামি।

লিটনের বিরুদ্ধে জাল টাকা তৈরি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে বেশকয়েকটি মামলা আছে। তিনি জীবননগর উপজেলার হাসাদহ মাঝের পাড়ার সোনা মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির কনস্টেবল সৈকত, রেজাউল ও রাশেদুল। তাদের জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মাহমুদুর বলেন,“আসামি লিটন ও তার সহযোগীরা মাঝেরপাড়ায় একটি ভবনে অবস্থান করছেন এমন সংবাদে অভিযানে যায় হাসাদহ পুলিশ ফাঁড়ির একটি দল। এসময় লিটন ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ধারালো হাঁসুয়া (দা) দিয়ে আঘাত করে। পুলিশ লিটনকে আটক করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রোকনুজ্জামান জানান, তিন কনেস্টবলের হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তারা আশংকামুক্ত।