গাজীপুরে হত্যার দায়ে স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

গাজীপুরে ছয় বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 11:45 AM
Updated : 13 Feb 2018, 11:45 AM

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন ঝিনাইদহ সদরের সনাতনপুর মধ্যপাড়া এলাকার বারেজ বিশ্বাসের ছেলে মান্নান হোসাইন (৪০) ও সিরাজগঞ্জের একডালা গ্রামের মোজাহার আলী মাস্টারের মেয়ে নাজমা বেগম (৩১)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিদের দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, সিরাজগঞ্জের একডালা গ্রামের আব্দুল হান্নান একই এলাকার নাজমা বেগমকে বিয়ে করেন। টঙ্গীর সাতাইশ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে চাকরি করতেন হান্নান। মান্নানও ওই বাড়িতে সাবলেট থাকতেন।

এ পর্যায়ে হান্নানের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে মান্নানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে মান্নানকে বাসা ছেড়ে দিতে বলেন হান্নান। মান্নান বাসা না ছেড়ে উল্টো হান্নানকে হত্যার হুমকি দেন।

এরপর ২০১২ সালের ২৫ জানুয়ারি নাজমা বাপের বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে চলে যায়। রাতে মান্নান বাসায় ছিলেন।

পরদিন সকালে হান্নানের দুই হাত বাঁধা ও নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে বিছানায় হান্নানের লাশ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে নাজমা ও তার প্রেমিকের নামে টঙ্গী থানায় মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ১১ জুন পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।