ঝিনাইদহে বদলি পরীক্ষা, ভাতিজাকে এক বছরের কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে চাচার জন্য বদলি পরীক্ষা দেওয়ার চেষ্টা করায় ভাতিজাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 01:51 PM
Updated : 10 Feb 2018, 01:51 PM

দণ্ডিত সাইদুর রহমান সজল সাহাবাজপুর গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি বলেন, শনিবার বিকালে তৃতীয় বর্ষের সমাজকর্মের পরীক্ষায় চাচার বদলে তার ভাতিজা সজল অংশগ্রহণ করেন।

“গোপন খবরের ভিত্তিতে তার প্রবেশপত্র পরীক্ষা করলে বদলি পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে। তাছাড়া জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাবলিক পরীক্ষা ১৯৮০-এর ধারা ৩ মোতাবেক এক বছরের কারাদণ্ড দেয়।”