বাবার লাশ রেখে চোখ মুছতে মুছতে পরীক্ষা কেন্দ্রে

বাবার মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষা দিতে হয়েছে গোপালগঞ্জের বন্যা খানম।

মনোজ সাহা গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 11:00 AM
Updated : 8 Feb 2018, 11:00 AM

বন্যা খানম (১৬) এবার কাশিয়ানী উপজেলার তিলছাড়া সৈয়াদুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

তিলছড়া গ্রামের কালা সিকদারের মেয়ে বন্যা। বুধবার রাতে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার তার ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা হয়।

সরেজমিনে রামদিয়া সরকারি এসকে কলেজ পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, বন্যা এক হাতে চোখ মুছছে আর অন্য হাত দিয়ে উত্তরপত্রে লিখছে। কান্নার কারণে পরীক্ষায় মনোনিবেশ করতে কষ্ট হচ্ছিল তার।

তবে কেন্দ্র সচিব ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে।

খবর শুনে পরীক্ষা কেন্দ্রের সচিব মো. দেওয়ান আহমেদ বন্যার পরীক্ষার কক্ষে ছুটে গিয়ে তাকে সান্ত্বনা দেন। ভালোভাবে যাতে সে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  

বন্যা সাংবাদিকদের বলে, দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন তার বাবা। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

পরীক্ষা কেন্দ্রের সচিব মো. দেওয়ার আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একদিকে বাড়িতে বাবার লাশ, অন্যদিকে পরীক্ষা। শেষ পর্যন্ত বাবাকে চির বিদায় জানিয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসে বন্যা।

বন্যা পরীক্ষা দিতে বের হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টায় তার বাবার লাশ দাফন করা হয়।