নারায়ণগঞ্জে ৪ ‘জঙ্গি’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে জেএমবির এক নেতা ও আনসারুল্লাহ্ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 12:01 PM
Updated : 27 Jan 2018, 12:01 PM

র‌্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - জেএমবি নেতা শায়েখ কামাল হোসেন (৪৫), আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেজাউর রহমান (২৭), মোবারক হোসেন(৩৩) ও আবু রহমান চৌধুরী (২৮)।

তাদের মধ্যে কামাল জেএমবির দাওয়াতি শাখার শীর্ষস্থানীয় নেতা বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা হাসান বলেন, “জেএমবির দাওয়াতি শাখার শীর্ষস্থানীয় নেতা জঙ্গি কামাল রাজধানীর রামপুরা, বাড্ডা, খিলগাঁও, সবুজবাগ ও শাহজাহনপুর এলাকায় সদস্য সংগ্রহের কাজ করতেন। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

“আর আনসারুল্লাহর সদস্য তিন জঙ্গি জিন্দাপার্ক এলাকায় গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই জঙ্গিদের কাছ থেকে তিনটি গুলিসহ বিদেশি একটি পিস্তল, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।”