যশোরে গুলিবিদ্ধ আরও ২ লাশ

যশোরে গুলিবিদ্ধ চার লাশ পাওয়ার এক দিনের মাথায় আরও দুই লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 05:27 AM
Updated : 21 Jan 2018, 11:13 AM

রোববার সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে একজনের এবং বাঘারপাড়ার ভাঙ্গুড়া পুরনো ব্রিজের নিচ থেকে আরেকটি লাশ পাওয়া যায়।

এরআগে শনিবার সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। দুইদিনেও যাদের পরিচয় শনাক্ত হয়নি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক আবুল বাশার মিয়া জানান, স্থানীয়দের তথ্যে ভোরে রঘুরামপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেখানে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও পাঁচটি ধারালো অস্ত্র পাওয়া গেছে।

“স্থানীয়রা জানিয়েছে- শনিবার রাত সাড়ে ৩টার দিকে রঘুরামপুরে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছিল।”

গুলিবিদ্ধ ওই ব্যক্তির লাশ যশোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কের ভাঙ্গুড়া পুরনো ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ মিলেছে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম।

আনুমানিক ২৪ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা বখতিয়ার রহমান বলেন, “রোববার সকালে লাশটি পড়ে থাকতে দেখে প্রথমে বাঘারপাড়া ও নড়াইল পুলিশকে খবর দেওয়া হয়। দুই জেলার সীমান্তবর্তী স্থান হওয়ায় কোনো পুলিশ স্টেশনই প্রথমে দায়িত্ব নিতে চায়নি।

“পরে বেলা ১২টার দিকে বাঘারপাড়ার ভিটাবল্যা পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

ভিটাবল্যা ফাঁড়ি ইনচার্জ আমির হোসেন বলেন, “বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছি।

“ওই যুবকের শরীরে মনে হচ্ছে দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, একদিন আগে উদ্ধার হওয়া চারজনের পরিচয় রোববার সকাল পর্যন্ত মেলেনি। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে আছে।