নাটোরে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।  

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 12:10 PM
Updated : 16 Jan 2018, 12:10 PM

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিত শাহ আলম নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামের হাসেন শেখের ছেলে।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে জেলা জজ আদালতের কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, সিংড়া উপজেলার বিনগ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  

ওই রাতে উপজেলার দৌপুকুরিয়া বটগাছের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শরিফুলের বাবা আব্দুল জলিল বাদী হয়ে চারজনের নামে থানায় মামলা করলে শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

শরিফুলের লিঙ্গ ও অণ্ডকোষ কেটে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয় বলে শাহ আলম আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে সিংড়া থানার এসআই সৈকত হাসান ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি শাহ আলমসহ পাঁচজনের নামে অভিযোগপত্র দেন। মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।