কিশোরগঞ্জে বাল্কহেড ডুবি: একজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলীতে একদিন আগে পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় যুবকের লাশ উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 03:45 PM
Updated : 12 Jan 2018, 03:45 PM

নিকলী থানা ওসি নাসির উদ্দিন ভূইয়া জানান, শুক্রবার মহসিন মিয়া (২৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার সংলগ্ন ধনু নদীতে এমারচর ঘাটে পাথরবোঝাই বাল্কহেডটি ডুবে যায়।

“এ সময় বাল্কহেড থেকে জীবিত উদ্ধার হওয়া সুকানি মহসিন মিয়া (২৭) জানান- সুনামগঞ্জের ছাতক থেকে পাথর বোঝাই করে বাল্কহেডটি নারায়নগঞ্জ কাঁচপুর যাচ্ছিল। পথে বাল্কহেডটি ডুবে যাওয়ার সময় তিনি উপরে আমি ও বাকি তিনজন ভিতরে ঘুমিয়ে ছিলেন।”

শুক্রবার সকাল থেকে নদীতে অভিযান চালিয়ে বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শ্রমিক মহসিনের লাশ উদ্ধার করে জানান ওসি নাসির।