পদ্মায় ৮ ঘণ্টা পর ফেরি চালু

ঘন কুয়াশায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আট ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 02:43 AM
Updated : 11 Jan 2018, 06:51 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হয়।

এর আগে রাত আড়াইটায় কুয়াশায় ঢাকা পড়ে পদ্মা নদী। দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

প্রায় একই সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও পুনরায় ফেরি চলাচল শুরু করেছে।

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে। মাঝ নদীতে আটকা পড়া ফেরিটিও ফিরে আসে।”

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।