স্যান্ডেলে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা, পাসপোর্ট যাত্রী আটক

ভোমরা স্থলবন্দরে ভারতগামী এক যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 10:32 AM
Updated : 6 Jan 2018, 10:32 AM

সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান, শনিবার সকালে ফারুক হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিকাশ বড়ুয়া জানান, পাসপোর্ট যাত্রী ফারুক হোসেন ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। তার আচরণে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়।

“এ সময় তিনি তার কাছে ছয়টি সোনার বার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো রয়েছে বলে স্বীকার করেন। পরে তার কাছ থেকে ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।”

ফারুক হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে বলে বিকাশ জানান।

তার কাছ থেকে জব্দ করা হয়েছে  ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার।

গত ১ জানুয়ারি ১৫টি সোনার বার স্যান্ডেলের মধ্যে একই কায়দায় লুকিয়ে ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।