শিমুলিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 02:44 AM
Updated : 5 Jan 2018, 06:54 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ জানান, শুক্রবার ভোর ৫টায় দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় যানবাহনসহ পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এছাড়া দুই ঘাটে আটকা পড়ে দেড় শতাধিক গাড়ি।

“কুয়াশা কেটে গেলে বেলা ১১টায় আবার ফেরি চলাচল শুরু করা হয়।”

এ পথে এখন ১৬টি ফেরি দিয়ে যান পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু করে।

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল সাড়ে ৭টায় কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি।

“সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। তবে ঘাটে যানবাহনের চাপ নেই।”