গোপালগঞ্জে ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক নারী ও তার ছেলেকে মাইক্রোবাসে তুলে টাকা ছিনিয়ে নিয়ে ফেলে পালানোর সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 02:50 PM
Updated : 4 Jan 2018, 02:50 PM

বৃহম্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি মো, কামরুল ফারুক জানান।

আটকরা হলেন মাদারীপুরের দুধখালী গ্রামের সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের সুমন হাওলাদার (৩৮), শিবচরের নাসের ফরাজি (৩২), শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের আলম হাওলাদার (৩৯) ও নীলফামারীর ডুমার উপজেলার চিকল গ্রামের মো. রানা (২৭)।

এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ছিনতাইয়ের শিকার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের গৃহবধূ খাদিজা বেগম জানান, ছেলেকে নিয়ে বাড়ির নির্মাণ সামগ্রী কেনার জন্য ৮০ হাজার টাকাসহ বাড়ি থেকে বের হন। পরে দুপুরে সোনালী ব্যাংক টরকি বন্দর থেকে আরও দুই লাখ উত্তোলন করে ভুরঘাটার যাচ্ছিলেন।

“পথে একটি মাইক্রোবাস গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে আমাদের গাড়িতে তুলে। পরে চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে কোটালীপাড়ার পীড়ারবাড়ীতে গাড়ি থেকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে।”

বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দিলে পুলিশ ব্যারিকেড বসিয়ে মাইক্রোটি আটক করে বলে জানান তিনি।

ওসি বলেন, ছিনতাইকারীদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এখন টাকা উদ্ধারের চেষ্টা চলছে।