সরকারের উন্নয়নে খালেদার গাত্রদাহ: সেতুমন্ত্রী

সরকারের উন্নয়ন দেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈর্ষাকাতর হয়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধিখাগড়াছড়ি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 01:17 PM
Updated : 3 Jan 2018, 02:46 PM

বুধবার খাগড়াছড়ির রামগর উপজেলায় ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সৈতুর নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দর, রুপপুর পারমানবিক কেন্দ্রসহ সরকারের সামগ্রিকক উন্নয়ন দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার।

জনপ্রিয়তা না থাকায় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন নিয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপি।

বিএনপি জনগণকে ব্ল্যাকমেইল করছে দাবি করে মন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রগুলোতে নির্বাচনের সময় ক্ষমতাসীন সরকার যেমন রুটিন কার্যক্রম করে বাংলাদেশ সরকারও তা করবে।

“বিএনপি শেখ হাছিনার অধীনে নির্বাচনের কথা বলে জনগণকে ব্ল্যাকমেইল করছে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়।”

সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে পরিবেশ দেওয়ার আহ্বান জানান কাদের।

সেতুর স্থান পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যেই ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর কাজ সম্পন্ন হবে। চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ার হাট থেকে রামগড় পর্যন্ত ফোরলেন সড়ক হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আলী আহমদ খান প্রমুখ।