বাগেরহাটে হরিণের মাংসসহ ২ আ. লীগ নেতা আটক

বাগেরহাটের শরণখোলা থেকে শিকার-নিষিদ্ধ হরিণের মাংসসহ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2017, 08:21 AM
Updated : 30 Dec 2017, 09:07 AM

শরণখোলা থানার ওসি করিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর বকুলতলা গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন –ওই ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের দলিল উদ্দিন তালুকদারের ছেলে জাফর তালুকদার (৫০) ও রায়েন্দা গ্রামের তৌহিদুল আলমের ছেলে শামছুল ইসলাম রিপন (৪৫)।

জাফর সাউথখালি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর রিপন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জানিয়েছেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল।

ওসি করিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস নিয়ে তিনজন মোটরসাইকেলে করে শরণখোলা উপজেলা সদরে আসছিলেন। গোপন খবর পেয়ে পুলিশ বকুলতলা এলাকায় অবস্থান নেয়।

“তিনজন পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে দুইজনকে ১০ কেজি হরিণের মাংসসহ ধরে ফেলে। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।”

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বলেন, “হরিণ শিকার করে তারা জঘন্য অপরাধ করেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”