বগুড়ায় জেএমবির ‘দক্ষিণাঞ্চল প্রধান’ গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম থেকে এক জেএমবি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে নিষিদ্ধ ওই সংগঠনের দক্ষিণাঞ্চল প্রধান বলছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2017, 05:00 AM
Updated : 30 Dec 2017, 09:33 AM

বগুড়া মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শুক্রবার রাত ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“গ্রেপ্তার আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামল জেএমবির শুরা সদস্য ও দক্ষিণাঞ্চলের প্রধান।”

তার কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান সনাতন।

সনাতন চক্রবর্তী আরও জানান, পুলিশ হেড কোয়াটারের গয়েন্দা শাখার সদস্য ও বগুড়া গেয়েন্দা বিভাগের পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেপ্তার করেছে।

আবু সাঈদ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলার মামলার আসামি বলেও উল্লেখ করেন সনাতন।