কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 06:40 AM
Updated : 22 Dec 2017, 06:40 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছাব্বিরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সিটি কলেজের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিকে ডাকাত বলে দাবি করলেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি ছাব্বিরুল বিলেন, “ভোরের দিকে গোপন খবর আসে রাস্তার ওপর গাছে তার বেঁধে ডাকাতির চেষ্টা চলছে। এ সময় গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করে।

“পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটা ওয়ান শুটার গান, দুইটা পাইপগান, একটা রামদা, একটা ছুরি, একটা চাইনিজ কুড়াল, একটা শুটারগানের গুলি ও দুইটা পাইপগানের গুলিসহ বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।