কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 12:22 PM
Updated : 12 Dec 2017, 02:48 PM

মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির এসআই সাইফুল আলম জানান।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে এসআই সাইফুল জানান, ওই কারখানায় বিকালে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন।

“বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে কারখানায় ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

“এ সময় দৌড়ে কয়েকজন বের হয়ে গেলেও বেশ কয়েকজন শ্রমিক কারখানায় আটকে পড়ে দগ্ধ হন।”

তিনি বলেন, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এ পর্যন্ত ১০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাজমা বেগম জানান, দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে দগ্ধ আটজনকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে রাত সাড়ে ৮ টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তদন্ত কমিটি

বিস্ফোরণের ঘটনা তদন্তে কালিয়াকৈরের ইউএনও মো. সাইফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি সাত কর্ম দিবসে তাদের প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।