রাজশাহী আইএইচটির ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) নিরাপত্তার দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার ঘটনার পর সেখানে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 04:29 PM
Updated : 6 Dec 2017, 04:29 PM

বুধবার রাজশাহী মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি এ কথা জানান।

নিরাপত্তার দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর বুধবার সকাল ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এরপর আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।    

দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহদুদ হাসান রাজিব স্বাক্ষরিত এক আদেশে আইএইচটি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে দলীয় ‘শৃংখলা ভঙ্গ ও অপ্রীতিকর ঘটনার’ জন্য চারজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চার ছাত্রলীগ নেতা হলেন, আইএইচটি ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান ও ফায়সাল হোসেন।