ভাণ্ডারিয়া পৌরসভা পানি শোধনাগারের উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার পানি শোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 10:47 AM
Updated : 3 Dec 2017, 10:55 AM

রোববার ভারত সরকারের অর্থায়নে এ প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এ সময় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গনে উদ্বোধন শেষে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতীয় হাই কমিশনার।

তিনি বলেন, “বাংলাদেশকে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত ভারত । আমরা একে অপরের পাশে থাকব।”

শোধনাগার নির্মাণে ১১ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে ভারত। শোধনাগারের আওতায় ১১টি গভীর নলকূপ স্থাপন করা হবে। পানি তোলার পর শোধনাগারে তা থেকে থেকে ভারী ধাতু, আর্সেনিক ও লবণাক্ততা দূর করা হবে।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে পিরোজপুরের ভাণ্ডারিয়াকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন ভাণ্ডারিয়াবাসীকে দলমত নির্বিশেষে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভারতীয় হাই কমিশনানের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চৌধুরী, ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন এবং ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমী উপস্থিত ছিলেন।