গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের দুইদিন পর দুই যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 11:50 AM
Updated : 16 Oct 2017, 11:53 AM

ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, সোমবার সকালে সাঘাটা উপজেলার উল্ল্যাভরতখালি ও ফুলছড়ি উপজেলার চর কালাসোনা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- জেলার সদর উপজেলার মালিবাড়ি গ্রামের ফজলার রহমানের ছেলে কামারজানি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল লতিফ (৩৮) ও ফুল মিয়া (৩৫)।

ওসি আবু হায়দার বলেন, ~ব্রহ্মপুত্র নদের উল্ল্যাভরতখালি এলাকায় লতিফের ও চর কালাসোনা এলাকায় ফুল মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে।"

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যায় বলে জানান তিনি।

সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাকির সালাম বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গত শনিবার দুপুর ১২টার দিকে তার ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ২৫ জনের একটি দল প্রশিক্ষণ নিচ্ছিল।

“এক পর্যায়ে নৌকাটি গোঘাট এলাকায় ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও লতিফ ও ফুল মিয়া পানিতে তলিয়ে যান।”

তাদের উদ্ধারে ডুবরি দল তল্লাশি চালালেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি বলে চেয়ারম্যান আব্দুল জাকির জানান।