রাজশাহীতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

পুলিশের বাধায় রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 12:34 PM
Updated : 14 Oct 2017, 12:34 PM

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দুপুরে নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে রাজশাহী মহানগর বিএনপি।

নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের লোকনাথ স্কুল মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা সোনাদীঘি মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সময় ভূবন মোহন পার্ক মোড়ে পুলিশ ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিএনপির নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে ছাত্রদল নেতাকর্মীদের সরিয়ে নেয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়ে নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মালেপাড়ার মোড়ের দিকে এগুতেই পুলিশ দ্বিতীয় দফায় বাধা দেয়। পুলিশের বাধায় তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপরসনেরর উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এ সময় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, নাশকতার আশঙ্কায় মিছিলে বাধা দেওয়া হয়েছে। তবে দলীয় কার্যালয়ের সামনে তাদের সমাবেশ করতে দেওয়া হয়।