শেরপুরে বিস্ফোরক মামলার দুই আসামি রিমান্ডে

শেরপুরের নকলায় বিস্ফোরক উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 12:39 PM
Updated : 9 Oct 2017, 12:40 PM

সোমবার শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বলে আদালতের সিএসআই জামাল উদ্দিন জানান।

এরা হলেন গোডাউনের মালিক মিনারা বেগম (৩২) ও ভাড়াটে ফয়েজ উদ্দিন (৩৩)।

জামাল উদ্দিন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান তরফদার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে বিচারক মিনারা একদিন ও ফয়েজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে নকলার চন্দ্রকোনা বাজারে মিনারার গোডাউনে অভিযান চালিয়ে ৫৪০ লিটার হাইড্রোজেন পারক্সাইডের ১৮টি কন্টেইনারসহ তাকে আটক করে পুলিশ। পরে রোববার অভিযান চালিয়ে গোডাউনের ভাড়াটে ফয়েজকে গ্রেপ্তার করা হয়।

এর দুইদিন পর ফয়েজ উদ্দিন ও মিনারাসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।