নাফ নদীতে নৌকা ডুবি: ২ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় শিশুসহ দুইজনের লাশ উদ্ধার হয়েছে। এখনও অন্তত ২৮জন নিখোঁজ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 05:46 PM
Updated : 8 Oct 2017, 06:14 PM

রোববার রাতে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান।

তিনি বলেন, রাত ১০টার দিকে গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাত সাড়ে ১১ টার দিকে এক শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে বলে টেকনাফ থানার ওসি মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ‍

বিজিবি ্যাটালিয়নের অধিনায়ক  আরও বলেন, “উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকাটিতে ৪০ জনের মতো নারী, পুরুষ ও শিশু ছিল। ভাটার সময় দমকা হাওয়ার কারণে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটছে। অন্তত ৩০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।”

নিখোঁজদের সন্ধানে বিজিবির সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।