রূপগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের পাঁচদিন পর এক শিশুকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:05 PM
Updated : 8 Oct 2017, 04:05 PM

রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লাপুর রেলস্টেশন এলাকা থেকে শিশু আবু সিদ্দিককে (৪) উদ্ধার করা হয় বলে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান।

গত মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে আবু সিদ্দিক অপহৃত হয়।

পরিদর্শক শহিদুল জানান, স্বামীর মৃত্যুর পর শিশুটির মা তিন ছেলে ও এক মেয়ে নিয়ে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার জহিরুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছে। সেখানে একটি কারখানায় কাজ করেন তিনি।

“একই বাড়িতে গাইবান্ধার সাঘাটা উপজেলার পাতিল বাড়ির চর এলাকার ভিসা ফকির নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে সিদ্দিককে দোকানে নিয়ে যান ভিসা ফকির। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।”

তিনি বলেন, ওই দিন রাত ১০টার দিকে ভিসা ফকির ফোন করে শিশুটির মায়ের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না হলে সিদ্দিককে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এ ঘটনায় সিদ্দিকের মা বুধবার রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে গাইবান্ধা থেকে সিদ্দিককে উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিসা ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।