ছাগল শিম খাওয়ায় সংঘর্ষ, কুমিল্লায় যুবক নিহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ছাগলের শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 09:41 AM
Updated : 7 Oct 2017, 09:41 AM

মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান জানান, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৩৬) ওই গ্রামের মোসলেম মিয়ার ছেলে।

ওসি সামছুজ্জামান বলেন, কয়েক বছর ধরে প্রতিবেশী কামাল হোসেনের পরিবারের সঙ্গে আলমগীরের পরিবারের জমির বিরোধ চলছিল। এরই মধ্যে আলমগীরের শিমগাছ খেয়ে ফেলে কামালের ছাগল।

“এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কামাল প্রতিপক্ষ আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে অভিযোগ।”

আলমগীরের বোন মাছুমা বেগম ও ভাগনে নাছিরও ছুরিকাহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি সামছুজ্জামান ।

তিনি বলেন, অভিযোগ পেয়ে পুলিশ কামাল, তার ভাই ইমান, ফারুক ও মা জাহানারা বেগমকে আটক করেছে। আর থানায় মামলার প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।