বাবাকে খুন করে মেয়েকে অপহরণ: গ্রেপ্তার ৪

পাবনায় বাবাকে হত্যার পর মেয়েকে তুলে নেওয়ার মামলায় কথিত অপহরণকারীর বাবা ও তিন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 02:31 PM
Updated : 4 Oct 2017, 02:31 PM

বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।

এদিকে তুলে নিয়ে যাওয়া মেয়েটির কোনো খোঁজ পায়নি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন কথিত অপহরণকারী সবুজের বাবা আসান শেখ এবং তিন চাচা ওমর শেখ, আমুদ শেখ ও কমর শেখ।

হত্যা ও অপহরণ মামলার বরাত দিয়ে ওসি মোজাফ্ফর হোসেন জানান, বেড়ার দাসপাড়া গ্রামেরিএকটি বাড়িতে আসান শেখ পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ওই গৃহকর্তার বড় মেয়েকে আসান শেখের ছেলে সবুজ শেখ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, এর জের ধরে মঙ্গলবার সকালে সবুজ সেখ জোর করে তুলে নিয়ে যেতে চাইলে মেয়েটির বাবা বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ওসি বলেন, “এক পর্যায়ে সবুজ তাদের ঘর থেকে হাসুয়া এনে মেয়েটির বাবাকে বুকে-পিঠে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

ওই সময় মেয়েটির বাবাকে বাঁচাতে গেলে প্রতিবেশী হাসনা বেগম মারাত্মক আহত হন বলে তিনি জানান।

তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, তুলে নিয়ে যাওয়ার পর থেকে পুলিশ মেয়টির অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পায়নি। তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বেড়া থানায় হত্যা ও অপহরণ মামলা দায়ের করলে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।