আত্মহত্যার প্ররোচনার মামলায় যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে এক স্কুল শিক্ষার্থীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 10:18 AM
Updated : 2 Oct 2017, 10:18 AM

সোমবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

গ্রেপ্তার সোহেল মিয়া (২০) সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আয়শা আক্তার মিষ্টিকে প্রেমের প্রস্তাব দেন সোহেল।

এতে রাজি না হওয়ায় সোহাগ ও তার ৩/৪ জন সহযোগী মিষ্টিকে মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে বাড়ি ফিরে মিষ্টি বিষপান করে আত্মহত্যা করে।

ওসি বলেন, পরদিন মিষ্টির বাবা মোস্তামিয়া বাদী হয়ে সোহেলসহ ছয়জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

“ঘটনার ১২দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুপুর বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

তিনি বলেন, এর আগে এ মামলায় সোহেলের সহযোগী আশরাফুল ইসলাম, তার বাবা নূরুল ইসলাম ও ভাই রাসেল সরকারকে গ্রেপ্তার করা হয়। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।