মাদারীপুরে দুর্গোৎসবে মাতৃপূজা

মাদারীপুরের একটি পূজামণ্ডপে এ বছর মাতৃপূজার আয়োজন করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 07:03 AM
Updated : 26 Sept 2017, 07:03 AM

সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের নকুল বিশ্বাস সোমবার সন্ধ্যায় এই আয়োজন করেন।

সাংবাদিকদের তিনি বলেন, সংবাদপত্র খুললে প্রায়ই চোখে পড়ে, বৃদ্ধ মা-বাবারা সন্তানদের অবহেলার শিকার হচ্ছেন। এমনটা যেন আর না হয় সেজন্য এই আয়োজন।

সরেজমিনে অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, সারি সারি চেয়ারে বসে আছেন অর্ধশতাধিক মা। সবার সামনে হাঁটু গেড়ে বসে আছেন ছেলেমেয়েরা। এই মায়েদের ফুল, চন্দন ও তুলসী দিয়ে পূজা করা হয়।

পূজা চলাকালে মন্ত্রজপ ছাড়াও মাকে উৎসর্গ করে সন্তানরা মাতৃভজন সংগীত গেয়ে শুনিয়েছেন।

নকুল বলেন, “এ আয়োজন মা-বাবার প্রতি সন্তান ও সন্তানের প্রতি বাবা-মায়ের শ্রদ্ধা-ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করবে বলে আমরা আশা করি।”